ভোলায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট, লাইফবয়া, রেডিও, রেইনকোটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ভোলা সদর উপজেলার সদুর চর কোস্টগার্ড বিসিজি ভোলা কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়।
জেলেদের মাঝে নিরাপত্তা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এছাড়াও কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন মন্জুরুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিসিজি বেইজ স্টেশন, ভোলা পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর