বগুড়ার সারিয়াকান্দিতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন একজন গৃহবধূ। সে পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের সাব্বির ইসলামের স্ত্রী রুবি বেগম (২৪)। রবিবার রাতে পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বগুড়া ধুনট থানার স্থানীয় একটি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুবি বেগমের কয়েক বছর আগে সারিয়াকান্দির পৌর এলাকার সাব্বির ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে রুবি অভিমান করে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে। প্রথমে তাকে সারিয়াকান্দি হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের ককর্তব্যরত চিকিৎসক রুবিকে বগুড়া শজিমেকে প্রেরণ করে। পথিমধ্যেই সাবগ্রামে এলাকায় সে মারা যায়।
সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. লাল মিয়া জানিয়েছেন গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার