ফরিদপুরের সদর উপজেলায় বন্যা কবলিত অসহায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হকের উদ্যোগে বানভাসী মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার বিকেলে সদর উপজেলার নর্থ চ্যানেল ডিক্রিরচর ও চরমাধবদিয়া ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাব বোস, আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান রাহাত।
আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আলী আশরাফ পিয়ার, আলী আজগর মানিক, পৌর কাউন্সিলর গোলাম মো. নাসির। ফরিদপুর সদর উপজেলার বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, ডাল, লবণ, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই