বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে একইদিন ভোররাতে পৌরশহরের হাজীপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, অজ্ঞাত পরিচয়ের ওই নারী (৩২) মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অজ্ঞাত বাস এই পথচারী নারীকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।
হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনামও এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে লাশটি হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার