গাজীপুরের শ্রীপুরে ২৬৪ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার উপজেলার টেপিরবাড়ী এলাকা থেকে রাতে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার টেপিরবাড়ী গ্রামের মোঃ আতাউর রহমানের বড় ছেলে মো: সাব্বির হোসেন সাকিব (২২) ও ছোট ছেলে মো: মাহফুজুর রহমান (১৭)।
গাজীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন জানান, উপজেলার টেপিরবাড়ী গ্রামের মাটির মসজিদের পেছনে মো: শফিকুল ইসলামের বাড়ির কক্ষ ভাড়া নিয়ে তারা বিয়ার কেনাবেচা করে আসছিল। এমন সংবাদে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৬৪ ক্যান বিয়ারসহ দুই সহোদরকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার