বগুড়ার আদমদীঘির উপজেলার বিহিগ্রাম বাজারে মেসার্স অংকন ট্রেডার্স নামের কীটনাশক ওষুধের দোকানের পিছনের দেওয়াল কেটে চুরি সংঘটিত হয়েছে। ওই দোকান থেকে প্রায় আড়াই লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক বিষয়টি জানতে পারেন। এ ঘটনার পর থেকে ওই বাজারের ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।
দোকানের মালিক আসাদুজ্জামান রাহিদ জানান, প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে ৮ টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে দোকান খুলে তিনি দেখতে পান দোকান ঘরের পিছনের গ্যাস ফ্যান নেই, দেওয়ালের ইট কাটা এবং দোকানের ওষুধগুলো নেই। রাতে কোন এক সময় চোরেরা দোকান ঘরের পিছন থেকে গ্যাস ফ্যান খুলে তার নিচ থেকে ইটগুলো কেটে ভিতরে প্রবেশ করে দোকানের মধ্যে থাকা প্রায় আড়াই লাখ টাকার বিভিন্ন ওষুধ চুরি করে নিয়ে গেছে। সকালেই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
জানতে চাইলে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন