১৯ সেপ্টেম্বর, ২০২১ ২০:৩৬

ধুনটে বেগুন চাষির স্বপ্ন কেড়ে নিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধুনটে বেগুন চাষির স্বপ্ন কেড়ে নিল দুর্বৃত্তরা

বগুড়ার ধুনট উপজেলায় গোলাম মোস্তফা নামে এক বেগুন চাষির স্বপ্ন কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা। এনজিও থেকে ঋণ নিয়ে ১৫ শতক জমিতে বেগুন চাষ করেছিলেন তিনি। কিন্তু রাতের আধারে কে কা কারা ওই চাষির সমস্ত জমির বেগুন গাছ কেটে বিনষ্ট করেছে। এতে ওই কৃষকের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের গোলাম মোস্তফা স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ১৫ শতক জমিতে বেগুন গাছ রোপণ করেন। গাছগুলোতে পরিপক্ব হয়ে উঠেছিল। শনিবার রাতের আধারে দুর্বৃত্তরা কাস্তে দিয়ে তার জমির সমস্ত বেগুন গাছ কেটে ফেলে রেখে যায়। পরদিন রবিবার গোলাম মোস্তফা তার জমিতে গিয়ে সবগুলো বেগুন গাছই কাটা দেখতে পান।

কৃষক গোলাম মোস্তফা বলেন, চাষবাদ করেই কোনোমতে সংসার চালাই। এনজিও থেকে ঋণ নিয়ে ১৫ শতক জমিতে বেগুন গাছ রোপণ করেছিলাম। কিন্তু কে বা কারা আমার বেগুন গাছগুলো কেটে ফেলে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর