১৯ সেপ্টেম্বর, ২০২১ ২০:৪০

পুলিশি হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুব মৈত্রীর বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পুলিশি হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুব মৈত্রীর বিক্ষোভ

বাংলাদেশ ছাত্র মৈত্রীর পাঁচ দফা দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলায় নেতৃবৃন্দ আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মৈত্রী।

রবিবার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা যুব মৈত্রীর আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাসির মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্রমৈত্রী নেতা, জেলা যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ'র পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স সভাপতি কমরেড অ্যাড. কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা জাতীয় শ্রমিক ফেডারশনের সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি কমরেড ফজিলাতুন্নাহার, জেলা জাতীয় শ্রমিক ফেডারশনের সহ-সভাপতি শামসুল আলম,  সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আল আমিন,  জেলা যুব মৈত্রীর যুগ্ম- আহ্বায়ক শরীফ আহমেদ খান, আরমান উদ্দিন, জেলা খেলা ঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, জেলা যুব মৈত্রী নেতা পলাশ রায়, জেলা ছাত্র মৈত্রী নেতা মুহয়ী শারদ, সাধারণ শিক্ষার্থী রিফাত, ফাহিম শাকিল, সৈকত ভূইয়া জয়, আরিফ, তানভীর প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এদেশের ছাত্রসমাজের স্বার্থে ছাত্র মৈত্রীর পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর