জয়পুরহাটে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার সকালে জয়পুরহাট পৌর মিলনায়তনে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাবিনা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথি, জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন, জয়পুরহাট পৌরসভার সচিব এ টি এম মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট জেলা হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার খাজা গোলাম মওদুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সানজিদা ইয়াসমিন, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রমুখ। হেলথক্যাম্পে জয়পুরহাট পৌর এলাকার ২০১৯-২০ অর্থ বছরের ভাতাপ্রাপ্ত উপকারভোগী মা ও শিশুর স্বাস্থ্য পরিক্ষা, ব্যবস্থাপত্র প্রদানসহ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন