নওগাঁর মান্দায় অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৭ দিন পর রবিবার সন্ধ্যায় জেলার ধামইরহাট উপজেলা সদরে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় রুমন হোসেন (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রুমন ধামইরহাট উপজেলা সদরের মিনারুল ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, অপহরণের শিকার স্কুলছাত্রী মৈনম ইউনিয়নের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ১২ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হয় সে। ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ১৬ সেপ্টেম্বর মান্দা থানায় একটি মামলা করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলা সদরে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ রুমনকে গ্রেফতার করে থানার উপপরিদর্শক হাবিবুর রহমান। ওসি আরও বলেন, ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে ও আসামী রুমনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন