মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের ডাকবাংলা পুকুর পাড়ে জেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আগামী ৭ অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ভানুলাল রায়ের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় জন্য এই বর্ধিত কর্মসভা আহব্বান করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল এবং যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ, এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক।
বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা কৃষকলীগের সভাপতি জমশেদ আহম্মেদ, জেলা শ্রমিক লীগের সভাপতি আসাদুজ্জামান মক্কু, সাধারন সম্পাদক মো. জাকারিয়া, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী, সাংঘঠনিক সম্পাদক ছালিক আহম্মেদ, দপ্তর সম্পাদক তফাজ্জল হোসেন ফয়েজ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল হক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শহীদুর রহমান, যুগ্ম সম্পাদক মো. নূরুল আমীন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান, সাধারন সম্পাদক রাজু দেব, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি খসরুল আহম্মেদ কয়েস, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত প্রমুখ। আরও বক্তব্য রাখেন ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রসিদ, আশিদ্রোন ইউনিয়নের রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, কালাপুর ইউনিয়নের মুজিবুর রহমান মজুল, কালীঘাট ইউনিয়নের প্রানেশ গোয়ালা, রাজঘাট ইউনিয়নের বিজয় বুনারজি ও সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মিলন শীল। এছাড়া সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চা বাগান থেকে আসা তৃণমূল নেতাকর্মীরা তাদের বক্তব্য নৌকা প্রার্থীর বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার