প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রােহী মেয়র প্রার্থী আবু বকর সিদ্দিক আবু (রেল ইঞ্জিন) প্রতীক নিয়ে ২ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মো.গিয়াস উদ্দীন চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৪৭ ভোট।
সোমবার রাত ৯ টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) প্রত্যয় হাসান বেসরকারিভাবে আবু বকর সিদ্দিক আবুকে নির্বাচিত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন