২১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৯

চরভদ্রাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

চরভদ্রাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে ডুবে শেখ ফাহিম নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে  সদর ইউনিয়নের লোহারটেক সরাকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী খালে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।

ফাহিম ওই ইউনিয়নের  লোহারটেক গ্রামের সৌদী প্রবাসী শেখ রহিমের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে দ্বিতীয় ছিল। লোহারটেক সরকারা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ছিল।

তার চাচা শেখ বিল্লাল জানান ফাহিম সাতার জানত না। দুপর ১টার দিকে ফাহিম এবং তার অপর দুই ভাই শেখ ফাহাদ (১৩) ও শেখ মিরাজ (৪) বাড়ীর সামনের লোহারটেক খালে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে ফাহিমকে দেখতে না পেয়ে ফাহাদ বাড়ী এসে জানায়। পরিবারের লোকজন প্রায় দুই ঘন্টা পর ৩টার দিকে পানিতে ডুবন্ত অবস্থায় খুঁজে পায় ফাহিমের নিথর দেহ। পরে তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক সোমইয়া ফেরদৌস তাকে মৃত ঘােষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. ইলিয়াস হোসেন জানান, এ বিষয়ে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর