২২ সেপ্টেম্বর, ২০২১ ১৭:২৯

সাতক্ষীরায় প্রথম ইউপি নারী চেয়ারম্যান বিশাখা রানি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রথম ইউপি নারী চেয়ারম্যান বিশাখা রানি

বিশাখা রানি সাহা।

স্বাধীনতার পরে সাতক্ষীরার কলারোয়ায় প্রথম কোনো নারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বিশাখা রানি সাহা জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

গত সোমবার উপজেলার ১ নম্বর জয়নগর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে জেলায় মোট ৭৮ ইউনিয়ন পরিষদের মধ্যে এই প্রথম চেয়ারম্যান পদে কোনো নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিশাখা রানী সাহা আওয়ামী লীগের নৌকা প্রতীকের শামছুদ্দিন আল মাসুদ বাবুকে পরাজিত করে ২ হাজার ৭০৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন মাত্র ১ হাজার ৭২২ ভোট। আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী জয়দেব সাহা পেয়েছেন ২ হাজার ২৬৭ ভোট।

বিশাখা সাহা জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত তপন সাহার স্ত্রী। সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা তপন সাহা মৃত্যুবরণ করলে বিশাখা রানি সাহা রাজনীতিতে আসেন। বর্তমানে তিনি এক কন্যা সন্তানের জননী।

জয়ের পর বিশাখা রানী সাহা জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও নারীদের ক্ষমতায়নে তিনি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চান। যারা আমাকে ভোট দিয়ে এ পদে বসিয়েছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে সবসময় কাজ করে যাব।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর