বরগুনা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ সরকারি শিশু পরিবারে বৈশ্বিক জলবায়ু অবরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিশু পরিবার মিলনায়তনে উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তরের কাজী মুহম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, শহর সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন। আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিচুর রহমান, সিনিয়র সাংবাদিক মো. হাসানুর রহমান, তত্ত্বাবধায়ক শিশু পরিবার মেজবাহ উদ্দীন, সহকারি পরিচালক সমাজসেবা মো. ইউসুফ আলী।
আলোচনা সভা শেষে শিশু পরিবার চত্তরে দুইশ' ফলজ, বনজ ও ঔষধি গাছের বৃক্ষরোপণের উদ্ভোধন করেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন / অন্তরা কবির