মানিকগঞ্জে আজ শনিবার দুপুরে স্কুল পরিদর্শনে আসেন শিক্ষা মন্ত্রাণালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম।
জেলা শহরের সরকারি এস,কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, মূলত এই জেলায় আসার একটি কারণ হলো, স্কুলগুলোতে কভিড মোকাবেলায় যে ধরনের প্রস্তুতি সরকার নিয়েছে সেগুলো সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা যাচাই করা। আর আশেপাশের কয়েকটি বিদ্যালয়ের পরিবেশ পরিদর্শন করা। মেধাবী মেয়েটির মৃত্যুবরণের কারণ কিংবা কোথায় থেকে আক্রান্ত হলো এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রাণালয় দেখবে বলেও মন্তব্য করেন তিনি।
পরিদর্শনকালে জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা ইয়াসমিন, এস,কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু খানম, খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লাহসহ উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর এস, কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক মেধাবী শিক্ষার্থী করোনা উপসর্গ নিয়ে মারা যান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির