নাটোরে দীর্ঘদিনের দলীয় বিরোধের জের ধরে এবার দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনও আলাদাভাবে পালন করল আওয়ামী লীগ। সকালে জেলা কার্যালয়ে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলপন্থীরা কেক কেটে ও আলোচনা সভা করে জন্মদিন উৎযাপন করেন। বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শহরের প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক শেখ, সৈয়দ মোর্তজা আলী বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন।
অপরদিকে এমপি শিমুলপন্থীদের অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ