সাপখেলা, বাউলগান, পাতার বাঁশিসহ মনোমুগ্ধকর নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে যশোরে মণিরামপুরে পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বেসরকারি সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভলপমেন্ট’র (এমআরডিআই) উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য। এমআরডিআই খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন মানুষের তথ্য পাওয়ার পথকে সুগম করেছে। সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে প্রত্যেকেরই এ আইনটি সচেতনভাবে ব্যবহার করা উচিত। অনুষ্ঠানে অংশ নেওয়া বিপুল সংখ্যক শিক্ষার্থী, দর্শনার্থীদের মাঝে তথ্য অধিকার আইন ও আইন প্রয়োগের উপায় সম্পর্কিত সচেতনতামূলক পুস্তিকা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই