টাঙ্গাইলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সভাটি হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আতোয়ার রহমান খান, টাঙ্গাইল-৩ কালিহাতী আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সেহেল হাজারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদুল রহমান খান ইরান ও মেহেদী হাসান মোল্লা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইসহাক মিয়া ইসহাক, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল, সদস্য নাবিলা নুহাত চৈতী, ডা. আব্দুস সালাম প্রামানিক, মনিরুজ্জামান মনির ও এএস মজহার ইমাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন