বাধা-বিপত্তি সত্ত্বেও বগুড়ার নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নন্দীগ্রাম সদর ইউনিয়নের কৈগাড়ী গ্রামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও নন্দীগ্রাম-কাহালু আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য শেখ তাহাউদ্দিন নাহিন। এসময় আরও বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক হাফিজার রহমান শাহিন, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, আহ্বায়ক কমিটির সদস্য আলেকজান্ডার, নন্দীগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক ফেরদৌসুর রহমান ফিল্লু, বিএনপি নেতা শামছুর রহমান, আব্দুর রহিম, পৌর বিএনপি নেতা খলিলুর রহমান, গোলাম মোস্তফা, আবুল কালাম আজাদ, গোলাম হোসেন, রফিকুল ইসলাম, জিন্নাত হোসেন, রজব আলী, জাকির হোসেন, ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপি’র নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, ৩নং ভাটরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আল হেলাল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুল হাকিম, যুগ্ম আহ্বায়ক আবু হাশেম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক ওবাইদুর রহমান রবি, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব মতিউর রহমান মুসা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সিয়ামুল হক রাব্বী, ছাত্রদল নেতা জুয়েল রানা, তারেক রহমান, পলিন প্রমুখ।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু বক্কর সিদ্দিক সভাপতি, মাহবুবুল আলম সাধারণ সম্পাদক এবং সুলতান মাহমুদ সাংগঠিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত