বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা পরিষদের সদস্য রেজাউল করিম। আর সোনাতলা পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন শাহিদুল বারী খান।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সংসদীয় কমিটি এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।
রেজাউল করিমের দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি।
সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মুহম্মদ মুনজিল আলী সরকারের মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য থাকায় আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় বগুড়ার সোনাতলা পৌরসভা এবং দ্বিতীয় ধাপে শিবগঞ্জ ও শেরপুর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পৌরসভা ও ইউপিতে নতুন মুখ কম, বেশিরভাগ প্রার্থী গতবারেও দলীয় মনোনয়নে নির্বাচন করেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী, গতবারের মতো এবারও সোনাতলা পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন শাহিদুল বারী খান।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন শিবগঞ্জ সদরে শহিদুল ইসলাম, আটমুল ইউনিয়নে মিজানুর রহমান, বিহারে মহিদুল ইসলাম, বুড়িগঞ্জে রেজাউল করিম, দেউলিতে জাহেদুল ইসলাম, কিচকে এ বি এম নাজমুল কাদির চৌধুরী, ময়দানহাটায় এস এম রূপম, মাঝিহট্টর আবদুল গফুর মন্ডল, রায়নগরে শাহজাহান কাজী ও সৈয়দপুরে মাহতাব উদ্দিন।
শেরপুর উপজেলার ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ভবানীপুরে আবুল কালাম আজাদ, বিশালপুরে শাহজাহান আলী, খামারকান্দিতে আবদুল মোমিন, খানপুরে পরিমল দত্ত, কুসুম্বিতে শেখ মো. জুলফিকার আলী, মির্জাপুরে মোহাম্মদ আলী, শাহ বন্দেগী ইউপিতে আবু তালেব আকন্দ, সীমাবাড়িতে গৌর দাস রায় চৌধুরী ও সুঘাট ইউনিয়নে মো. মনিরুজ্জামান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির