শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯ টায় জাজিরার চৌকিদার কান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কালকিনি উপজেলার মইজ উদ্দিন বেপারীর ছেলে মোঃ ইয়াকুব বেপারী (৫৫) ও জাজিরার ছমিত খালাসীর স্ত্রীর বনাইবিবি (৮৫ )।
জাজিরা থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাড়ায় চালিত এক মোটরসাইকেলে তিন জন মাওয়া থেকে শরীয়তপুর যাচ্ছিল। জাজিরা উপজেলার চৌকিদার কান্দি নামক এলাকায় পৌচ্ছালে রাস্তার পার হতে শরু করে বনাই বিবি। এসময় মটর সাইকেলটি বনাই বিবিকে ধাক্কা মারে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ছিটকে পরে সড়কের পাশে থাকা গাছের সাথে আঘাত পায়। এতে ঘটনাস্থলেই বনাই বিবি ও ইয়াকুব বেপারী মারা যায়। স্থানীয়রা মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে থাকা আরেক যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে শরীয়তপুরে আসার পথে চৌকিদার কান্দি এলাকায় আসলে বনাবিবি নামক এক বৃদ্ধার উপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ও পথচারী নিহত হয়।
বিডি প্রতিদিন/এএম