বরগুনা সদর উপজেলায় শোবার ঘর থেকে ২৭টি ডিমসহ একটি বিষধর গোখরা প্রজাতির সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে উপজেলার ঢলুয়া ইউনিয়নের পূর্ব ঢলুয়া গ্রামের কামাল হোসেনের ঘরের মেঝের মাটি খুঁড়ে সাপ ও ডিমগুলো উদ্ধার করা হয়।
ঢলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা খাতুন বলেন, সাপটি গোখরা প্রজাতির। স্থানীয়ভাবে একে জাতিসাপ বা জাতসাপ নামেই মানুষ বেশি চেনে। অনেকে একে জউরা নামেও ডাকে। এরা সাধারণত ঘরের মেঝেতে থাকে। মাটির নিচে ডিম পাড়ে এবং মা সাপটি ডিমের আশপাশে অবস্থান করে।
বিডি প্রতিদিন/এএম