কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশী মদ ও ১৭৫ ক্যান বিয়ারসহ ১ যুবককে আটক করা হয়েছে।
র্যাব-১৫, কক্সবাজার সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন্স এন্ড মিডিয়া) ও সিরিয়র এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, র্যাব-১৫ এর সদস্যরা কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী উখিয়ার ঘাটস্থ বালুখালী ব্রীজ হতে উত্তর দিকে কক্সবাজার–টেকনাফ মহাসড়কের উপর মাদকদ্রব্য বিদেশী মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, এর একটি চৌকস আভিযানিক দল ভোররাতে উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী আব্দুল হাকিমকে ( ১৯ ) আটক করে ।
এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ২৪টি বিদেশী মদের বোতল ও ১৭৫ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয় ।
জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে , সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় বিদেশী মদ ও বিদেশী বিয়ার উখিয়ার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে ।
তিনি আরো জানান, আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন