মাগুরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ সৈয়দ আতর আলীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণগ্রন্থাগারের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হক, আব্দুর রউফ মাখন, শাখারুল ইসলাম শাকিলসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা শহীদ সৈয়দ আতর আলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই