দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মোছা. আরিফা বেগম (৪৯) নামে এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার ডালিয়া পাড়া উমর পাইল (সিয়াম ফিলিং এর সামনে) এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আরিফা বেগম (৪৯) দিনাজপুর সদরের ভাটপাড়া এলাকার মো. শাহাজান সরকার (কবিরাজ) এর স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকমান হোসেন জানায়, মঙ্গলবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডালিয়া পাড়া উমর পাইল (সিয়াম ফিলিং এর সামনে) ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণে অভিযান চালায়। অভিযানে আরিফা বেগমের দেহে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পূর্বের ২টি নিয়মিত মামলা চলমান রয়েছে।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মোছা. আরিফা বেগমেকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটকের পর তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন