ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উপলক্ষে তিনি এসব মণ্ডপ পরিদর্শন করেন।
উপজেলায় এবার মোট ৪৩টি মণ্ডপে পূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা।
পূজা মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রয়েছে। ভক্তরা অত্যন্ত জাঁকজমক ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করছে শারদীয় দুর্গাপূজা উৎসব।
কোনো জায়গা থেকে কোনো অসুবিধার খবর পাওয়া যায়নি। আমরা উপজেলার রামভদ্রপুর, মিচকিপাড়া, পয়ারী ও সিংহেশ্বর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখে এসেছি। অত্যন্ত প্রাণবন্তকর পরিবেশ পরিলক্ষিত হয়েছে বলেও জানান তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ওসি তদন্ত আব্দুল মোতালিব, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা।
বিডি প্রতিদিন/এমআই