নেত্রকোনায় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে গোপাল ঘোষ নামে ৭০ বছরের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। জেলার পূর্বধলা উপজেলার জারিয়া রেলগেটে আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত গোপাল ঘোষ পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের মৃত সন্তোষ ঘোষের ছেলে ও জারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক জগন্মাথ ঘোষ পলির পিতা। গোপাল ঘোষ কানে কম শুনতেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, ময়মনসিংহ হতে জারিয়াগামী ২৭২ আপ লোকাল ট্রেনটি বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে জারিয়া রেল স্টেশনে প্রবেশ করতে থাকে। ট্রেন প্রবেশের পূর্ব মুহূর্তে রেলক্রসিং এলাকায় রাস্তা পার হতে গিয়ে গোপাল ঘোষ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত