পরিচ্ছন্ন নেত্রকোনা বিনির্মাণ কার্যক্রম কর্মসূচির আওতায় পৌরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে প্রথমবারের মতো ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরসভার উদ্যোগে জেলা শহরের মগড়া নদীর পাড়ে ব্রিজের সাথে জয়ের বাজারের মোড়ে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী নদী সংলগ্ন বাজারের সকল ময়লা নদীতে না ফেলতে বাজারের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডি এলজি) জিয়া আহমেদ সুমন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল আমিন, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, প্যানেল মেয়র দুই হেলাল উদ্দিন ও কাউন্সিলর মান্নান খান আরজুসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এবং বাজারের ভেতরে বর্জ্য ফেলার জন্য প্রাথমিকভাবে মোট ৫০টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হয়। পর্যায়ক্রমে পুরো শহরের সকল বাজারগুলোতে এই ভ্রাম্যমাণ ডাস্টবিন দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সেই সাথে সকল নাগরিককে তারা আহ্বান করেন পরিবেশ সুন্দর রাখতে নদীতে বা অন্য কোথাও না ফেলে ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে।
শহরের গুরুত্বপূর্ণ এই জায়গাটিকে মুজিব চত্বর করার প্রয়াসে প্রথমত পরিচ্ছন্ন কার্যক্রম হাতে নিয়েছে পৌরসভা জেলা প্রশাসনের সাথে সমন্বয়ে। এতে রয়েছে মগড়া নদী বাঁচানোর শর্ত। নদীতে বর্জ্য আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়ার পূর্বে এসকল ডাস্টবিন স্থানে স্থানে বসানো হচ্ছে। পর্যায়ক্রমে জেলার ৯টি ওয়ার্ডকেই মডেল হিসেবে গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন পৌর মেয়র।
বিডি প্রতিদিন/এমআই