টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) বৃদ্ধের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিলো।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ৩০৩/২-৩ রেলওয়ে কিলোমিটারে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় ট্রেনটিতে কাটা পড়ে বুকের নিচ থেকে দেহটি দুই খন্ড হয়ে যায়। নিহত বৃদ্ধের চুল-দাড়ি সব পাকা, পরনে ছিলো শুধু লুঙ্গি।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সবুর জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার আ. মান্নানের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে ডিএনএ প্রোফাইল বের করার চেষ্টা করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন