বরগুনার পাথরঘাটায় মোবাইলে প্রেমিক অশালীন ভাষায় গালিগালাজ করায় লজ্জা আর অপমানে বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা রাজিয়া সুলতানা (১৮)। মৃত রাজিয়া বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে পাথরঘাটা পৌর শহরের ৪ নং ওয়ার্ড থেকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, রাজিয়া সুলতানার চাচতো ভাই রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে গত দেড়মাস পূর্বে রাজিয়াকে তার অভিভাবকরা পাথরঘাটায় খালার বাসায় পাঠিয়ে দেয়। সবশেষে গতকাল বুধবার (১৩ অক্টোবর) বিকেলে রফিকুল রাজিয়াকে ফোন দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এতে লজ্জা, ঘৃণা আর অপমানে রাজিয়া আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবি করছে।
রাজিয়া সুলতানার খালা লাবনী আক্তার জানান, সকালে রাজিয়া সুলতানার কাছে তার ছোট ছেলেকে রেখে বড় মেয়েকে নিয়ে সে স্কুলে যায়। স্কুল থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত