১৫ অক্টোবর, ২০২১ ২১:৪৮

নাটোরে আন্তঃনগর ট্রেন বিকলে ভোগান্তিতে যাত্রীরা

নাটোর প্রতিনিধি

নাটোরে আন্তঃনগর ট্রেন বিকলে ভোগান্তিতে যাত্রীরা

ফাইল ছবি

শুক্রবার বিকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস নাটোরে আকস্মিকভাবে বিকল হয়ে পড়ে। এতে গরমে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় ট্রেনের দুইজন মহিলা যাত্রী গরমে অচেতন হয়ে পড়েন। পরে তাদেরকে নাটোর শহরে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। 

বিকল ট্রেনের যাত্রীরা জানান, একতা এক্সপ্রেস সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে পঞ্চগড় স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। বিকাল ৪.৫০ মিনিটে নাটোর স্টেশন পার হয়ে প্রায় তিন কিলোমিটার গিয়ে আকস্মিকভাবে ইঞ্জিনের পানির ট্যাঙ্কি বিস্ফোরিত হয়ে ট্রেনটি সেখানেই বন্ধ হয়ে যায়। এ সময় বিকল ট্রেনে বসে থাকা নারী ও শিশুসহ কয়েকশ যাত্রী প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়েন। তাদের কেউ কেউ ভ্যাপসা গরমে অচেতনও হয়ে পড়েন। পরে খবর পেয়ে অপর একটি ইঞ্জিন পাঠিয়ে বিকল ট্রেনটিকে নাটোর স্টেশনে এনে রাখা হয়। 

এ ব্যাপারে নাটোর স্টেশনের দায়িত্বরত স্টেশন মাষ্টার কামরুন্নাহার বেগম জানান, দুজন অচেতন যাত্রীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়েছে। বিকলের প্রায় আড়াই ঘন্টা পর সন্ধ্যা সোয়া সাতটার দিকে অপর একটি ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর