শিরোনাম
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
- যেদিন শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান
- বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
- ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারি নীতিমালা অনুযায়ী হতে হবে : ধর্ম উপদেষ্টা
- ষড়যন্ত্রকারীরা গণতন্ত্র ফেরানোর পথে প্রধান অন্তরায় : ডা. জাহিদ
- গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় মা-বাবা ও ছেলেসহ নিহত ৪
- চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন
- কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- গণঅভ্যুত্থান দিবসে শরীয়তপুরে প্রতীকী ম্যারাথন
- বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা স্পেসএক্স'র ভাইস প্রেসিডেন্টের
- ‘স্বৈরাচার উৎখাতে জুলাই যোদ্ধাদের প্রচেষ্টা ছিল শেষ না হওয়া ম্যারাথনের মতো’
- মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান বিএনপির
- চোরাই পথে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না : ডা. জাহিদ
- গর্ভে থাকা অবস্থায়ই বিক্রির চুক্তি, শিশু পাচারের ভয়ংকর চিত্র
- সব ষড়যন্ত্রকে আমরা রুখে দেব : ফারুক
- চার গোষ্ঠী মিলে গঠন করেছে সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়াম : পিনাকী
- স্বৈরাচার হাসিনাকে দেশছাড়া করা শক্তিকে আগামীতেও ঐক্যবদ্ধ থাকতে হবে: রাষ্ট্রদূত মুশফিক
- দিল্লির ২০ স্কুলে বোমা হামলার হুমকি
- ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া
পিআইও সমিতির আঞ্চলিক সম্মেলনে জনবল বাড়ানোর দাবি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

দুর্যোগকালীন কার্যক্রমকে স্বচ্ছ ও শক্তিশালী করতে এবং সব ধরনের দুর্যোগ মোকাবেলায় দক্ষ ও কার্যকর কাঠামো গড়ে তুলতে ২০১২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুমোদন হয়। ২০১৫ সালে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। কিন্তু জনবল সংকটের কারণে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অন্য দফতরগুলোর উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। ঠিকভাবে কাজ করতে পারছে না অধিদফতরটি। ফলে বিভিন্ন অনিয়মের খবর গণমাধ্যমে উঠে আসে বারবার। বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার সমিতির রাজশাহী বিভাগের আঞ্চলিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা জানান, করোনা মহামারীতে এমপি, জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের তদারকিতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ইউনিয়ন জনপ্রতিনিধিদের সহযোগিতায় ঝুঁকি নিয়ে সরকারের সহায়তা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কঠিন দায়িত্ব পালন করেছেন সব উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও)। এটা শুধু সরকারের অর্পিত দায়িত্ব পালনই নয়, বরং মানবিক মূল্যবোধও বটে। সরকারি সহায়তার জন্য ভুক্তভোগীদের তালিকা তৈরির ব্যাপারটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এসময় বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয় পিআইওকে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মানতে গিয়ে অনেক সময় অপ্রীতিকর পরিস্থিতিতেও পড়তে হয়। সরকার, মন্ত্রণালয়, জেলা বা উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা বা ত্রাণ জনগণের কাছে পৌঁছানোর কাজটি মূলত পিআইওর উপর নির্ভরশীল। কিন্তু বাস্তবতা হলো পিআইওরা কলুর বলদ। এদের অবদান পর্দার আড়ালেই থেকে যায় বেশিরভাগ ক্ষেত্রে। মানুষের দুর্যোগকালীন ক্ষতি কমাতে গিয়ে নিজেদেরই দুর্ভোগ সইতে হয়। সফলতাগুলো বর্তায় ঊর্ধ্বতন কর্তা ও জনপ্রতিনিধিদের উপর। আর ব্যর্থতাগুলো চাপে পিআইওদের ঘাড়ে।
শনিবার নগরীর একটি হোটেলে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও ডিআরআরও সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পিআইও সমিতির উপদেষ্টা ও নাটোর ডিআরআরও সালাইদ্দিন আল ওয়াদুদ, নওগাঁ ডিআরআরও কামরুল ইসলাম, পিআইও সমিতির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি মুবিনুর রহমান, আব্দুল্লাহহিল কাফি, বদরুদ্দোজা, মুসফিকুর রহমান।
বিডি প্রতিদিন/এএম
এই বিভাগের আরও খবর