১৭ অক্টোবর, ২০২১ ২১:৫৭

কালকিনির ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ প্রার্থী

মাদারীপুর প্রতিনিধি:

কালকিনির ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ প্রার্থী

মাদারীপুরের কালকিনিতে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩টি ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মোট ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী রির্টানিং কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এসব প্রার্থী দলীয় ও সমর্থিত নেতাকর্মী নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রথমে উপজেলা চত্বরে আসেন, পরে এই মনোনয়নপত্র জমা দেন।

এদিকে চরদৌলতখান ইউনিয়ননের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার মনোনয়ন জমা দিতে বাধা প্রদান ও মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এর পরপরই পুরো উপজেলায় চরম উত্তেজনা শুরু হয়। থানা পুলিশের সাথে জেলার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ১ লাখ ৬৯ হাজার ৬শ’ ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা ও পুলিশ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর