১৭ অক্টোবর, ২০২১ ২২:১২

বোচাগঞ্জের ৬ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২৭, হাকিমপুরে ১৪

দিনাজপুর প্রতিনিধি

বোচাগঞ্জের ৬ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২৭, হাকিমপুরে ১৪

রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বোচাগঞ্জ উপজেলার ৬টি এবং হাকিমপুরের ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, সংরক্ষিত সদস্য পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। 

হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সদস্য পদে ১১৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, হাকিমপুরের তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন ১নং খট্টামাধবপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল মালেক মন্ডল, স্বতন্ত্র প্রার্থী কাওছার রহমান, স্বতন্ত্র প্রার্থী জামিল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক।

২নং বোয়ালদাড় ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ছদরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাহাদত হোসেন, স্বতন্ত্র প্রার্থী মেফতাউল জান্নাত, স্বতন্ত্র প্রার্থী নুরুল হোসেন।

৩নং আলীহাট ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আবু সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা, জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী লোকমান আলী মন্ডল, ইসলামী আন্দোলনের মোজাহারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম।

এদিকে, বোচাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. শামসুল আলম জানান, ইউপি নির্বাচনে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রবিবার বোচাগঞ্জ নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটানিং অফিসারের কাছে চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ২১১ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। 

এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার ৬টি ইউনিয়নে একমাত্র দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৬ জন ইউনিয়ন চেয়ারম্যান, বাকি ২১ জন স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

উল্লেখ্য, ২২ অক্টোবর দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাচাই করা হবে। আগামী ১১ নভেম্বর বোচাগঞ্জ ও হাকিমপুরের উপজেলার ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর