ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম ফয়সাল মিয়া (৩০)। তিনি উপজেলার চরগোসাইপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফয়সাল মানসিক সমস্যায় ভুগছিল। সে কিছুদিন পরপরই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে খোঁজ করে আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। গত কয়েকদিন যাবৎ সে নিখোঁজ ছিল। সকালে তিতাস নদীর কৃষ্ণনগর লঞ্চঘাট এলাকায় মৃতদেহটি ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরে আলম জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা।
বিডি প্রতিদিন/এমআই