১৯ অক্টোবর, ২০২১ ১৯:৪০

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, মাদ্রাসা শিক্ষক আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, মাদ্রাসা শিক্ষক আটক

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ার অপরাধে ইসমাইল হোসেন (২১) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে আটক করে পুলিশ। 

এরপর তাকেৎ দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। আটক ইসমাইল হোসেন লড়ারকুল গ্রামের মোস্তফা মৃধার ছেলে। সে লড়ারহাট খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেলিম মহলদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে একটি ফেসবুক পেজে পোস্ট দেয় মাদরাসা শিক্ষক ইসমাইল হোসেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জাকির হাজরা নামক এক ব্যক্তি পুলিশকে খবর দেয়। পরবর্তীতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জাকির হাজরা বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ইসমাইল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর