২০ অক্টোবর, ২০২১ ২০:৫১

বোয়ালমারীতে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারীতে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের বোয়ালমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরায় ৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা ও লংকারচর নামক স্থানের মধুমতি নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মধুমতি নদীতে পরিচালিত অভিযানে ৭ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মা ইলিশ মাছ রক্ষা অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ ব্যাপারে  সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, মা ইলিশ মাছ রক্ষায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর