গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেঙ্গুলিয়া বাজার এলাকায় ইটবাহী একটি ট্রাক চাপায় সাইকেল আরোহী ইসমাইল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের খলিল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি ইটভাটা থেকে ইট নিয়ে পলাশবাড়ী পৌর শহরে আসার সময় একটি ট্রাক বেঙ্গুলিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ চলছে। চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর