২১ অক্টোবর, ২০২১ ২০:৪৯

মমেকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ দুই আনসার সদস্যের বিরুদ্ধে

ময়মনসিংহ প্রতিনিধি

মমেকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ দুই আনসার সদস্যের বিরুদ্ধে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে আনসার সদস্যদের বেধড়ক মারধরের শিকার হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এঘটনায় জড়িতদের বিচারের দাবী জানিয়েছে নির্যাতিত শিক্ষার্থী ও সহপাঠিরা। এদিকে জড়িত দুই আনসার সদস্যকে প্রত্যাহারের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার তীব্র মাথাব্যথা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন। এসময় টিকিট সংগ্রহের লাইনে দাঁড়ানো নিয়ে এক ব্যক্তির সাথে ওই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়।

নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থী ঐশ্বর্য সরকার জানান, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করলে আনসার সদস্যরাও তার সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে নিয়ে বেধড়ক মারধর করে আনসার সদস্যরা। উপুর্যপুরি কিলঘুষি দিয়ে মাটিতে ফেলে বন্দুক দিয়ে পিটিয়ে তাকে আহত করা হয়।  

জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আসাদুজ্জামান নিউটন জানান, এ ঘটনায় জড়িত আনসার সদস্যদের চাকুরিচ্যুত, সুষ্ঠু বিচারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ওয়ায়েজউদ্দিন ফরাজি জানান, মারধরের কথা স্বীকার করায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে প্রত্যাহারের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর