২২ অক্টোবর, ২০২১ ১৫:৪৬

হিন্দুদের উপর সহিংসতা রোধে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

হিন্দুদের উপর সহিংসতা রোধে মানববন্ধন

সারাদেশের ন্যায় হিন্দুদের উপর সহিংসতা রোধে বিশাল মানববন্ধন করেছে দিনাজপুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ আশ্রম।
শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ আশ্রম সম্মুখ সড়কে এ মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

মানববন্ধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বামী বিভাত্মানন্দজী মহারাজ বলেন, বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের বাড়ী-ঘর, মন্দির ভাঙচুর, নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন তীব্র প্রতিবাদ ও ধিক্কার এবং সর্বত্র শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য আবেদন জানাচ্ছি।

দিনাজপুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ এর সভাপতিত্বে মৌন মানববন্ধনে ছিলেন স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ দিনাজপুর শাখার সভাপতি ড. মাসুদুল হক, সাধারণ সম্পাদক ডালিম কুমার রায়, দিনাজপুর রামকৃষ্ণ মিশন কমিটির সভাপতি অজয় কুমার চ্যাটার্জি, সহসভাপতি ডা. শান্তুনু বসু, নির্বাহী সদস্য অরুন কুন্ডু, সন্যাসী উত্তমানন্দজী, আশ্রমের অন্যান্য সন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, মা শারদা সংঘের সভানেত্রী রত্মা মিত্র, ক্ষত্রিয় সমিতি দিনাজপুর এর সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় রায়সহ দিনাজপুর জেলা ও উপজেলার হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর