সেই আলোচিত আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আবু তাহের সাম্রাজ্যের অবসান হতে চলেছে লক্ষ্মীপুরে। দীর্ঘ যুগ তার (তাহেরের) শাসনের পর অবশেষে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে নতুন মুখকেই মনোনীত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে পাওয়া একটি পত্রে নৌকার মনোনীত প্রার্থী তালিকা প্রকাশের পর নতুনের হাতে নৌকায় লক্ষ্মীপুর পৌরবাসীর মনে অন্যরকম অনুভূতি ও স্বস্তি ফিরে। আসন্ন পৌর নির্বাচনে তাহের রাজ্যে এখন নৌকার অধিপতি আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী।
জানা যায়, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় (নৌকা প্রতীক) মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দলের সভানেত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত দলীয় মনোনয়ন বোর্ডের সভায় লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে তাকে (মাসুমকে) মনোনীত করেন। পরে ফেসবুকে রাতভর মাসুমকে নিয়ে নৌকার মাঝি হিসেবে অভিনন্দনের ঝড় উঠে। কেউ কেউ বিভ্রান্তিও ছড়ায়। শুক্রবার বিকেলে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থী চূড়ান্তের খবর নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/হিমেল