২৪ অক্টোবর, ২০২১ ১৮:০৯

সান্তাহারে মাদক সেবনের দায়ে ৩ যুবকের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সান্তাহারে মাদক সেবনের দায়ে ৩ যুবকের জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বিভিন্নস্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজা সেবনকালে তিনজনকে গ্রেফতার করে।

আজ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় গ্রেফতার মাদক সেবীদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা করেন।  

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দক্ষিণ গণিপুরের লেবু মিয়ার ছেলে মারুফ (২৫), সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনির মাসুদ রানার ছেলে বুলবুল ইসলাম (২০) ও নতুন বাজার মহল্লার রুহুল আমীনের ছেলে হাফিজুল ইসলাম বাবু (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা মাদকবিরোধী অভিযানে সান্তাহার পৌর শহরে হেরোইন ও গাঁজা সেবনের দায়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজাসেবী মারুফ ও বুলবুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং হাফিজুলকে হেরোইন সেবনের দায়ে ১৫ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর