২৪ অক্টোবর, ২০২১ ১৯:০২

সাম্প্রতিক হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সাম্প্রতিক হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাসস্থানে সাম্প্রতিক হামলা, ভাংচুর, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বগুড়ার চিকিৎসকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ রবিবার কেন্দ্রীয় বিএমএ’র কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বগুড়া শাখার আয়োজনে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজও হাসপাতাল (শজিমেক) ক্যাম্পাস  চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক ও শজিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রেজাউল আলম জুয়েল। বক্তব্য রাখেন শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়, স্বাচিপ বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডা. এন. সি. বাড়ই, উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার সরকার। 

এছাড়াও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. নিতাই চন্দ্র সরকার, উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক ডা. অসীম কুমার সাহা, স্বাচিপের প্রচার সম্পাদক ডা. সুরজীৎ কুমার সরকার তিতাস, ডা. রোকনুজ্জামান সোহাগ, ডা. সৈকত মো. রেজওয়ানুল হক।

সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক ডা. মো. মনিরুজ্জামান আশরাফ বিপুল। উপস্থিত বক্তারা সাম্প্রদায়িক হামলার নিন্দা জ্ঞাপন করেন এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর