নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা মামলায় ৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, যেসব আসামির রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে, তাদের মধ্যে মো. ইলিয়াস ও মনির হোসেন হৃদয়ের ৪ দিন ও মো. বেলালের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এছাড়া নুর মোহাম্মদ, হুমায়ুন কবির, সুজন ও কামাল হোসেনকে ২ দিনের এবং বেলাল হোসেন সুমনের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই