টেকনাফের জাদিমুড়া শরনার্থী ২৭ ক্যাম্প এলাকা থেকে অপহৃত রোহিঙ্গা রশিদ আহামেদকে (২৫) উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রশিদ একই ক্যাম্পের বাসিন্দা।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা রশিদ আহামেদকে নিজ বসত ঘরের সামনে থেকে অজ্ঞাতনামা ৮/৯ জন দুষ্কৃতকারী অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। বিষয়টি স্বজনেরা এপিবিএন পুলিশকে অবহিত করে। ঘটনার পর থেকে জাদিমুড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।অভিযানের এক পর্যায়ে ক্যাম্পের সাব ব্লক-১১ সংলগ্ন পাহাড়ের পাদদেশ এলাকা থেকে অপহৃত রশিদ আহামেদকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত রশিদকে ক্যাম্পের মাঝির উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির