চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান শওকত ওসমান দলীয় মনোনয়ন নিশ্চিত করে ঢাকা থেকে নিজ ইউনিয়নে ফেরার পর সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার জিদ্দাবাজার এলাকায় তাকে সংবর্ধনা জানান হাজারো নেতাকর্মী ও সমর্থকরা।
পরে নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে কাকারা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় রাস্তার দুইপাশে অসংখ্য নারী-পুরুষ তাকে স্বাগত জানান। নৌকা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ইউনিয়ন। পরে ইউনিয়নের মাঝের ফাঁড়ি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
সমাবেশে ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত নৌকার মাঝি শওকত ওসমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আরারও আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সবার কাছে দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান প্রার্থী শওকত ওসমান।
বিডি প্রতিদিন/এমআই