কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পিতা সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট সিরাজুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া পৃথক কর্মসূচি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে কসবা মহিলা ডিগ্রী কলেজে নব নির্বাচিত পৌর মেয়র এম জি হাক্কানির সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন খান রিমন প্রমুখ।
আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে উপজেলা যুবলীগ। সংগঠনের সভাপতি ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন কসবা পৌর সভার নব নির্বাচিত মেয়র এম জি হাক্কানি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মরহুম সিরাজুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৭টায় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মুখে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। মিলনায়তনের সম্মুখে সিরাজুল হকের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
এদিকে বাদ জোহর জেলা জজ কোর্ট মসজিদে জেলা জজশীপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই দোয়ার আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মোঃ ছাদেকুর রহমান, মোঃ আলমগীর কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিউল আলম লিটন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল প্রমূখ।
মিলাদ ও দোয়া মাহফিলের আগে বক্তারা মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে বিচারকগণসহ জেলার আইনজীবী ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন