২৯ অক্টোবর, ২০২১ ০০:২৯

৬,৩৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

৬,৩৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে ৬৩৪৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর এবং হাইওয়ে পুলিশের সহযোগিতায় রাজবাড়ী জেলার সদর উপজেলার আহলাদীপুরে একটি ট্রাক থেকে ব্যাগগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রতি কেজি ২০০ টাকা হারে ১২,৬৮,৮০০ টাকা।

এসময় রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডু এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পরিবহনের দায়ে ট্রাক চালক বিপুল চন্দ্র বর্মনকে ৫,০০০ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিক আদায় করা হয়। 

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ মোঃ দেলোয়ার হোসেন ও হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) জানান, ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর