দীর্ঘদিন ধরে মাত্র তিন কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় নেত্রকোনার আটপাড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন কয়েক হাজার মানুষ। নিজস্ব অর্থায়নেই সেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করে সাময়িক চলাচল উপযোগী করেছেন গ্রামবাসী। তারা চান একটি পাকা স্থায়ী সড়ক।
জানা গেছে, স্বীধনতার ৫০ বছর পেরিয়ে গেলেও নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চাঁনপুরে যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো। দশভাগিয়া শুনই থেকে চাঁনপুর হয়ে সাবানিয়া পর্যন্ত মাত্র তিন কিলোমিটার এ সড়কটির বিভিন্ন অংশেই বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল একেবারেই বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিলে কয়েক হাজার মানুষ।
বিশেষ করে শিশু কিশোর, বৃদ্ধ নারী পুরুষ অসুস্থ হলেও চিকিৎসা নিতে না পাড়ায় মৃত্যুর পথযাত্রী হয়েছেন অনেকেই। বর্ষাকালে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর যাবত স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) কর্তৃপক্ষকে বারবার লিখিত আবেদন জানিয়ে আসলেও সড়কটি সংস্কারে নেয়া হয়নি কোনো উদ্যোগ। স্থানীয় জনপ্রতিনিধিরাও নেন না কোনো খোঁজ। দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশে বাঁশের সাঁকো ব্যবহার করতে হয় বর্ষা মৌসুমে। গ্রামের মানুষ সবাই মিলেই সাঁকো তৈরী করে তারা পার হন। সবশেষে নিজেরা উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই সড়কটি কোনোরকম সংস্কার করেন। সাময়িকভাবে কিছুটা দুর্ভোগ লাগব হলেও সড়কটি পাঁকা করণের জন্য দাবি জানান তারা।
এদিকে নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু বলেছেন অর্থ বরাদ্ধ পেলে সড়কটি পাঁকা করা হবে। এছাড়াও জেলায় ৫,৬০০ কিলোমিটার গ্রামীণ সড়ক রয়েছে এলজিইডির অধীনে। তারমধ্যে ৪০০০ কিলোমিটারের উপরেই রয়েছে কাঁচা সড়ক। বরাদ্দ পেলে পর্যাক্রমে এগুলো করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল